গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সাংবাদিক হত্যার বিচার এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে কাউখালিতে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শনিবার কাউখালী উপজেলা পরিষদের পশ্চিম গেটে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা নুরুল হুদা বাবু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তরিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবির, এডভোকেট কমল মুখার্জি, বিএমএসএফ এর কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি গাজী আনোয়ার হোসেন, বিএমএসএফ কাউখালী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান নয়ন, সাংবাদিক সুজন আইচসহ শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যাবসায়িক নেতৃবৃন্দসহ শান্তি প্রিয় সাধারণ মানুষ। বক্তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহ কালিন নিরাপত্তার জোরদাবি জানান।