সাংবাদিককে মারধর ও লাঞ্ছনার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিককে আপনি দলবল নিয়ে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করেছেন। যা সম্পূর্ণরূপে দলের শৃঙ্খলা পরিপন্থী ঘৃণ্য অপরাধ। এ ধরনের গুরুতর কর্মকাণ্ডের জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে সাময়িক বহিষ্কার করা হলো।’
এর আগে আজ দুপুরে আসিয়ান পরিবহনের বাসচালক নয়নের সঙ্গে তর্কের জেরে ইকবাল ও তার অনুসারীদের বিরুদ্ধে নয়নকে মারধরের অভিযোগ ওঠে। এ সময় বাসটি ভাঙচুর করা হয়। সাংবাদিক মিনহাজ আমান এর প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা।
মিনহাজ আমান বলেন, ‘রাতে ইকবাল হোসেন ফোন করে আমার কাছে ক্ষমা চান। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তবে আহত বাস চালক ও বাস মালিকের বিষয়ে আমি কিছু জানি না।’