গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বিভিন্ন এলাকার ৪টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে কৃষিজমিতে বালু ভরাটের মহোৎসব চলছে। তবে ৪২নং ওয়ার্ডের বিন্দান এর চিত্র খুবই ভয়াবহ। উভয় এলাকায় ফসলি জমিতে বালু ভরাটের কর্মযজ্ঞ চালাচ্ছেন ড্রেজার সিন্ডিকেটের সদস্যরা। সরেজমিন গিয়ে দেখা যায়, বিন্দান, সোড়ল, কাজীপাড়া, এলাকায় বালু ভরাট চলছে……. অপর দিকে শামীম এর ড্রেজারটির অবস্থান নাগদা খালের মধ্যে। দিনরাত এই ব্রিজের নিচ দিয়ে বালু বোঝাই বডিগুলো যাতায়াত করায় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে মাঝখানের পিলার। ড্রেজার বাণিজ্যের আরেকটি চক্র বালু নদী থেকে কাজিপাড়া এলাকায় পুকুর ভরাটের কর্মযজ্ঞ চালাচ্ছেন। কৃষি জমি, পুকুর, বিল ভরাটের কাজে দিনরাত ব্যস্ত রয়েছেন বেপরোয়া ড্রেজার সিন্ডিকেটের সদস্য ও বিভিন্ন দলীয় নেতাকর্মীরা। প্রশাসনের নজর এড়িয়ে আবাদি জমিসহ ডোবা, নালা, পুকুর ও জলাশয় দিনরাত ভরাট করায় ক্রমেই ফসলি জমি যেমন বিলুপ্ত হতে চলেছে, তেমনি পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে।
বিন্দান এলাকার বাসিন্দা,ইকলাম উদ্দিন বলেন, কসমো বিডি কোম্পানির নিজেদের জমি ভরাট করতে গিয়ে ড্রেজিং এর পাইপের কারনে আমার জমি বালি দিয়ে নষ্ট করে ফেলছে। আমি আর কোন ফসল উৎপাদন করতে পারছি না। পূবাইল ভূমি কর্মকর্তা নায়েব আরিফ উল্লাহ এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেননি।
পরিবেশবাদী লোকজন বলেন, সরকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি ফসলি জমি ভরাট বন্ধে দ্রুত পদক্ষেপ না নেন, তাহলে এ দেশে এক সময় আবাদি জমি বলতে কিছুই থাকবে না। গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ইসলাম বলেন আমি খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি ।