শ্রীপুরে প্রাকৃতিক খাল দখলের অভিযোগ, কারখানা নির্মাণে স্থানীয়দের উদ্বেগ।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি প্রাকৃতিক খাল দখল করে কারখানা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রহলাদপুর ইউনিয়নের আতলরা গ্রামের ঐতিহ্যবাহী খালটির ওপর মাটি ভরাট করে ‘আয়মান প্রিন্টিং এন্ড পেকেজিং’ নামের একটি কারখানা গড়ে তোলা হচ্ছে।

খালটি দীর্ঘকাল ধরে এলাকার কৃষিজমির সেচ ও প্রাকৃতিক জলনিষ্কাশনের কাজে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় কৃষক ও বাসিন্দারা অভিযোগ করেছেন, খাল দখল ও ভরাটের ফলে শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দেখা দিতে পারে, আর বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এতে কৃষি উৎপাদন ও জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

স্থানীয় সূত্র জানায়, নির্মাণ কাজ অনুমতি ছাড়াই শুরু হয়েছে এবং দখলের বিরুদ্ধে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

আয়মান প্রিন্টিং এন্ড পেকেজিংয়ের এজিএম সাজ্জাদ হোসেন শাহীনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাননি।

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বিষয়টিতে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান, খালের জমি দখল হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পরই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা স্থান পরিদর্শন করেছেন। খালের সীমানা নির্ধারণের জন্য শীঘ্রই উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার দ্বারা জরিপ কাজ করা হবে। তিনি আরও দাবি করেন, প্রশাসনের নিকট বারবার অভিযোগ জানানোর কথা ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’।

স্থানীয়রা পরিবেশগত ক্ষতি ও জীবন-জীবিকার উপর প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করে অবিলম্বে অবৈধ দখল ও নির্মাণ কাজ বন্ধ করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।