নাঈম, গাজীপুর ব্যুরো:
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের শ্রীপুর স্টেশনের উত্তর পাশে কাটাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে এক নারী রেলসড়ক ধরে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেন চলে গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা শ্রীপুর স্টেশন মাস্টারকে খবর দেন। তবে স্থানীয় কেউই ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি।
শ্রীপুর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেবে।