শরীয়তপুর-২ আসনে বিএনপি প্রার্থী সফিকুর রহমান কিরনের মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোঃ সফিকুর রহমান কিরন আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকালে শরীয়তপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে সফিকুর রহমান কিরন বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি ও তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। সকলের দোয়া ও সমর্থনে নির্বাচিত হয়ে শরীয়তপুর-২ আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবো, ইনশাআল্লাহ। এদিকে, মনোনয়নপত্র জমা দেয়ার সময়ে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ছিল উৎসব মুখর। নেতাকর্মীদের উপস্থিতি আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের সক্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন সাধারণ জনগণ।

এসময় বিএনপির নেতৃবৃন্দরা বলেন, শরীয়তপুর-২ আসনে বিএনপি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে এই আসনে বিএনপির বিজয় নিশ্চত, ইনশাআল্লাহ। আর মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে সফিকুর রহমান কিরনের নির্বাচনী পথচলা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এছাড়াও সাধারণ জনগণের মতে, শরীয়তপুর-২ আসনটি গুরুত্বপূর্ণ একটি আসন। আসন্ন নির্বাচনে ভোটের পরিবেশ সুন্দর ও অংশগ্রহণ নিশ্চিত হলে এই আসন থাকবে জমজমাট।