লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ৩

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।

শুক্রবার (২ জুন) রাত ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার আব্দুল গফুরের ছেলে, রফিকুল ইসলাম (৩৬) একই উপজেলার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩২) ও রংপুরের দর্শনা মোড় এলাকার মুন্নি বেগম (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা পাটগ্রাম যাচ্ছিল। সিএনজিটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা পৌঁছালে বুড়িমারী স্থলবন্দর থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিন যাত্রী নিহত হন। এরপর গুরুত্বর আহত অবস্থায় সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান জানান, শুক্রবার রাতে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় চারজনকে রংপুর ও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এমএফ