লতা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান এর মায়ের ইন্তেকাল

মোঃ লিটন মিয়া ,-পূবাইল (গাজীপুর)প্রতিনিধ

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় অবস্থিত লতা গ্রুপের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম এর মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলমুন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর।
তিনি ৫ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
মরহুমার ছেলে আইয়ুব আলী ফাহিম,তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
মরহুমার পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আনোয়ারা বেগম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এদিন মরহুমার জানাজা বৃহস্পতিবার বাদ আছর মাজুখান মন্ডল পাড়া পাকুরিয়ার টেক আনোয়ারা বেগম দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে।রাজনীতিবিদ, সমাজকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ মরহুমার মৃত্যুতে শোকবার্তা পাঠান।