রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান অঞ্চলের একটি পেট্রল স্টেশন ও সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন। এ ঘটনায় আহত হয় অর্ধশতাধিক মানুষ।
সোমবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স।
প্রতিবেদনে বলা হয়, সেই বিস্ফোরণ ও আগুনে ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। চিকিৎসকদের ভাষ্য মতে মৃতদের মধ্যে তিনজন শিশু। মৃতের সংখ্যা বাড়তে পারে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভয়ংকর আগুন গ্রাস করেছে পেট্রোল স্টেশনকে। দমকলের প্রচুর গাড়ি সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এর কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রদেশটির গভর্নর নিজে বিষয়টি তদারকি করছেন বলেও উল্লেখ করা হয়। এছাড়া স্থানীয়দের ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
এমএইচএফ