র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার ভোর পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন খরখড়ী নামক স্থানে মেসার্স এন.বি ফিলিং স্টেশন এর অপর পাশে থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগজিন এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করে।
এসময় ঘটনাস্থল থেকেই রায়হাতুল সালমান রাজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে মাইনুল ইসলাম, লুৎফর রহমান ও জনি নামে আরো তিনজনকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে সংগোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিল বলে জানাই র্যাব।
আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন র্যাব -৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।