রাজশাহীতে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলেন বিএনপি নেতারা

অনুমতি না নিয়ে পদযাত্রা করার ঘোষণার পর থেকেই তালাবদ্ধ ছিল রাজশাহী নগরীর মালোপাড়ায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়। একদিন বন্ধ থাকার পর তালা ভেঙে কার্যালয়ে ঢুকেছেন রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার বেলা সাড়ে ৩টায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে তালা ভাঙা হয়।

এর আগে নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিএনপির জেলা ও মহানগর কার্যালয়টি একটি ভবনের দোতলায়। বেলা সাড়ে ১১টার দিকে মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্য নেতারা দোতলায় উঠে কার্যালয়ে তালা বদ্ধ দেখেন। এ সময় তারা সেখানেই বসে পড়েন।

তারা সাংবাদিকদের জানান, এই তালা পুলিশই লাগিয়েছে। তাই পুলিশকে তারা তালা খুলে দেওয়ার অনুরোধ করেন। খুলে না দেওয়া পর্যন্ত তারা বসে থাকবেন। তবে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তালা পুলিশ লাগায়নি। তাই তালা খোলা কিংবা না খোলা সেটি বিএনপিরই ব্যাপার। পুলিশের এমন কথার পর তালা ভেঙে ফেলা হয়।

তালা ভাঙার পর রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ বলেন, মঙ্গলবার সকাল থেকে বিএনপি কার্যালয় ঘিরে রাখে পুলিশ। এরপর বুধবার সকালে আমরা অফিসে গেলে সেটি তালাবদ্ধ অবস্থায় পাই। পরে পুলিশের সাথে যোগযোগ করি। পুলিশ আমাদের জানান তারা তালা মারেননি। তাই আমরা তালা ভেঙে অফিসে প্রবেশ করেছি।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, আমরা তাদের অফিসে তালা মারিনি। তাদের অফিসে তালা কে মেরেছে সেটা আমরা জানি না। তাদের মধ্যে গ্রুপিং আছে। এর জেরে কোন পক্ষ তালা মারতে পারে।

এর আগে মঙ্গলবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। সেদিন সকাল ১১টায় বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। তবে তার আগেই রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের কারণে শহরে সব ধরনের পদযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় বিএনপির পদযাত্রা যেন না হয় তার জন্য দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। দলীয় কার্যালয়ে মঙ্গলবার কাউকে যেতে দেওয়া হয়নি।