যৌতুকের চাপে রামগতিতে শিশুসহ গৃহবধূ নিখোঁজ

লক্ষ্মীপুরের রামগতিতে দুই বছরের শিশু আরিয়ান হোসেনকে নিয়ে মা আকলিমা বেগম নামে এক গৃহবধূ গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চরআলগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার চেয়ারম্যান লিটন চৌধুরীর বাড়ির পাশে। নিখোঁজ গৃহবধূ আকলিমা বেগম ওই এলাকার আব্দুল মান্নান মাঝির ছেলে আজমির হোসেনের স্ত্রী।

নিখোঁজ গৃহবধূর মা বিবি রহিমা বেগম বলেন, তার মেয়ে আকলিমার স্বামী, শ্বশুর ও শাশুড়ীকে ধাপে ধাপে ৫০ ও ৩০ হাজার নিয়ে মোট ৮০ হাজার টাকা পরিশোধ করেন তিনি।

এরপর আরও ২০ হাজার টাকা যৌতুক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। এনিয়ে তাদের অব্যাহত চাপ ও অত্যাচারে অতিষ্ঠ ছিল তার মেয়ে আকলিমা। আকলিমার বাবার বাড়ি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের কোডেক কলোনী এলাকায়। বিভিন্ন জায়গায় খোঁজা-খুজি করে না পেয়ে আকলিমার মা রহিমা বেগম বাদী হয়ে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং- ২৭১ তাররিখ ৭/১০/২০২৪ ।

এদিকে শিশুসহ নিখোঁজ গৃহবধূ আকলিমার শ্বশুর অভিযুক্ত মান্নান মাঝি যৌতুক দাবির বিষয় অস্বীকার করে জানান, তার পুত্রবধূ আকলিমা তার বাবার বাড়িতে বেড়াতে গিয়ে আর ফিরেনি। ছেলে আজমির হোসেন গভীর সমুদ্রে মাছধরা ট্রলারে জেলের কাজে রয়েছে। সেখানেও যায়নি বলে নিশ্চিত হওয়া গেছে। পরিবারের সবাই খোঁজাখুজি করছি।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, এবিষয়ে অভিযোগ পেয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছি।

ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় তদন্তসহ নিখোঁজদের সন্ধান পেতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।