যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয় প্রধান ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে একজন হামলাকারী।হামলায় আহত আরও একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে,কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। তাছাড়া সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।
ভিনসেন্ট পেরেজ স্কুলের একজন অধ্যাপক জানান, ক্যাম্পাসে তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন।তিনি বলেন, সাত থেকে আটটি গুলির শব্দ শুনতে পাই। এসময় অনেক বড় শব্দ হয়। ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ভেতরে চলে যাই এবং দেখি বাস্তবেই গুলির ঘটনা ঘটছে।
বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের খবর পাওয়ার পর নিরাপত্তাকর্মীরা অভিযান শুরু করেন।
সূত্র: রয়টার্স