মাল্টি পারপাস সমিতি খুলে গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, সমবায়ে অভিযোগ
রংপুরের শ্যামপুর বসন্তপুর এলাকার মডেল মাল্টি পারপাস কো-অপরেটিভ সোসাইটি’র বিরুদ্ধে গ্রাহকের সঞ্চয় ও মেয়াদি ডিপোজিটের মূলধনসহ লভ্যাংশের অর্থ আত্মসাৎ করার অভিযোগ তুলে জেলা সমবায় কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
জানা গেছে, প্রান্তিক পরিবারের সঞ্চয় ও ডিপোজিটকৃত অর্থ নিয়ে গা ঢাকা দেন সমিতির সভাপতিসহ সংশ্লিষ্টরা। ভুক্তভোগীরা বিভিন্ন পরিমাণ টাকা এই সমিতিতে রেখেছিলেন। সঞ্চয় বইয়ে কারও ৫/১০ হাজার টাকা থেকে শুরু করে ১/২ লক্ষাধিকের বেশি ডিপোজিট রাখেন।
ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্টরা তাদের জমাকৃত অর্থ লোপাট করতে কৌশলে সমিতির নিবন্ধন বাতিল করেন।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন, সমিতির সভাপতি সদস্যদের পাওনা টাকা ফেরৎ না দিয়ে উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন।
গতকাল বুধবার (৬ ডিসেম্বর) সমিতির সদস্য মাঝিপাড়া এলাকার বাসিন্দা গবিন্দ দাস, তার সঞ্চয় ৩ হাজার ৭শ’ ৪২ টাকা ও ডিপোজিট ৫৭ হাজার টাকা, বাবুল চন্দ্র দাসের সঞ্চয় ৩৬৭ টাকা ও ১৭ হাজার টাকা ডিপোজিট, সতেন চন্দ্র দাস ২৭৫টাকা সঞ্চয় এবং ৬০হাজার টাকা ডিপোজিট, শ্রী মতি অঞ্জু বালা রানী ১হাজার ৫৫৭টাকা সঞ্চয় ও মুকুল চন্দ্র দাসের ৪শত টাকা সঞ্চয় ও ৩০ হাজার টাকা ডিপোজিট রাখা ছিল। এ সংক্রান্তে ভুক্তভোগী ৫জন সদস্য যৌথ স্বাক্ষরে রংপুর জেলা সমবায় কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।
উল্লেখ্য, সমবায় অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-নিবন্ধক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত গত ২২ অক্টোবর পত্রে সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত, ২০২০) এর ১১৯, (৪) এ বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আাপিল না করায় আবেদনটি আপিল মামলা হিসেবে গ্রহণযোগ্য ও নিস্পত্তিযোগ্য নয়, বলে পত্র দিয়েছেন।
অপরদিকে, সাংবাদিকদের এক সাক্ষাৎকালে মডেল মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ (রেজিঃ নং-৪৯/২০১১) এর সভাপতি আহসানুল হক বলেন, সদস্যদের অনেকের টাকা ফেরত দিয়েছি, আরও কিছু সংখ্যক সদস্য টাকা পাবেন। তাদের টাকাও ফেরত দেয়া হবে।
যদিও কতজনের টাকা ফেরত দিয়েছেন তার তালিকা দিতে পারেননি তিনি।
এ ব্যাপারে জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর বলেন, সমিতিটির নিবন্ধন বাতিল হয়েছে। সমিতির কর্তৃপক্ষের নিকট সঞ্চয় ও ডিপোজিটের জমানো টাকার পাওনাদার ৫ জন সদস্যের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।