মানিকছড়ির দুর্গম বাটনাতলীর ৯৫৪ পরিবার পেল সৌর বিদ্যুৎ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায় মানিকছড়ি উপজেলার দুর্গম বাটনাতলীর সুবিধাবঞ্চিত ৯৫৪ পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ সোলার বিতরণ উদ্বোধন করেছে খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্যবাসী আলোকিত সব সময়। কারণ, বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে পার্বত্যবাসীর প্রতি। তাই যেখানে বিদ্যুতের আলো যাইনি সেখানে সোলারের আলোতে জ্বলে উঠবে সব।

শনিবার (৩ জুন) বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯৫৪টি পরিবারের মাঝে এ সোলার হোম সিস্টেম বিতরণ করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব ও সদস্য বাস্তবায়ন কমিটির সদস্য মো. হারুন-অর-রশিদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যাম মো. জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দীন, শাহিনা আক্তার, শুভ মঙ্গল চাকমা, ইউএনও রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ।