মাদারীপুরে বৈদ্যুতিক শট সার্কিটে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাদারীপুরে বৈদ্যুতিক শট সার্কিটে নির্মাণ শ্রমিক তৈয়বুর রহমান ফকিরের মৃত্যু হয়েছে। আজ সকালে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় পানি দেয়ার মটর চালাতে গিয়ে বৈদ্যুতিক শট সার্কিটে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত তৈয়বুর বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালি গ্রামের মৃত গফুর ফকিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তৈয়বুর কয়েক মাস ধরে শহরের পুলিশ লাই¯œ এলাকার ঠিকাদার মিলন চৌধুরীর নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।  আজ মোটর চালাতে গিয়ে বৈদ্যুতিক শট সার্কিটে নির্মাণ শ্রমিক তৈয়বুর রহমান ফকিরের মৃত্যু হয়েছে। খবর শুনে মাদারীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান।

মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. সিহাব চৌধুরী বলেন, নির্মানাধীন ভবনের পানির মটর চালাতে গিয়ে এক শ্রমিক মারা যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ চাইলে আমরা লাশের ময়না তদন্ত করবো।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ কামরুল হাসান সতত্যা নিশ্চিত করে বলেন, শ্রমিকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।