ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রী ১৮দিনেও উদ্ধার হয়নি। মেয়ে উদ্ধার না হওয়ায় উদবিগ্ন পরিবার। অভিযোগের তীর জামিন প্রাপ্ত আসামী রিদয়ের দিকে।
গত ২০ সেপ্টেম্বও সন্ধ্যা থেকে উপজেলার ফতেপুর গ্রামের শ্রী দিলীপ ঘোষের পড়ুয়া মেয়ে (১৬) নিখোঁজ রয়েছে, শনিবার সকালে এ প্রতিবেদককে মেয়ের পিতা জানায়, তার মেয়েকে বেড়ের মাঠ গ্রামের শুকুর আলী ছেলে রিদয় (১৮) অপহরণ করে নিয়ে যায়। এই বিষয়ে মহেশপুর থানায় একটি অপহরণ মামলা হয়। গত দুইমাস আগে রিদয় জামিনে মুক্ত হয়ে বাড়ি আসার পর থেকে তাদেরকে নানা ভাবে হুমকি দেয়। রিদয়সহ তার পরিবারের লোকজন দিলীপ ঘোষকে এমন কথা বলে যদি তার মেয়েকে নিয়ে বেশি বারাবাড়ি করে তাহলে বড় ধরণের ক্ষতি করবে। এ বিষয়ে ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হালদার নান্টুর সাথে যোগায়োগ করলে তিনি বলেন,ঘটনাটি আমি জানি এবং বিষয়টি আমার মত চেষ্টা করছি উদ্ধারের। এ বিষয়ে মহেশপুর থানার পূর্বের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান মেয়ে উদ্ধারের জন্য তারা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।