কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রণয়ন উপলক্ষে পরামর্শ মূলক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন সিকদারের সভাপতিত্বে ইউপি সচিব নুরুল কাদেরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন। প্রধান আলোচক ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা।
বিশেষ অতিথি ছিলেন, প্যানেল চেয়ারম্যান মাওলানা ছৈয়দুল করিম।
এসময় ইউপি সদস্য রাহমত আলম, আবুল হোসেন, নুরুল আলম, মোঃ সেলিম, মোক্তার আহমেদ, ফরিদুল আলম, সুজন কান্তি দে, মফিজুল আলম, মহিলা মেম্বার লু্ৎফুন্নেছা,ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন এসময় উপস্থিত ছিলেন।