‘মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন শরীফ।
মঙ্গলবার (৬ জুন) ভারতের কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রতিন্দ্র মঞ্চে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেওয়া হয়।
এর আগে সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম, এশিয়ান বিজনেস পার্টনারশীপ সামিট ও ইন্টারন্যাশনাল নন কমিউনাল কাউন্সিল আয়োজিত ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব দুই বাংলার জনপ্রিয় শিল্পদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হয়।
এতে সমাজসেবায় সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি স্বরূপ ‘মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড ২০২৩’ কৃতি সম্মাননা অর্জন করেছেন তিনি।
ইন্টারন্যাশনাল নন কমিউনাল কাউন্সিল পরিচালক (ভারত) দূর্গা বড়ুয়া ও পরিচালক (বাংলাদেশ) এম.এইচ. আরমান চৌধুরী স্বীকৃতির অংশ হিসেবে পদক এবং সম্মাননা তুলে দেন আমিন শরীফের হাতে।
পুরস্কার প্রাপ্তিতে আমিন শরীফ বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সুচনালগ্ন থেকেই বন্ধু প্রতিম ভারতকে আমরা সবসময় পাশে পেয়েছি আর এখানে এসে এই সম্মান প্রাপ্তি এক অনন্য অর্জন, এই অর্জনে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ।’