মসজিদ ভাঙচুর এবং ভারতে বাংলাদেশ হাইকমিশনে আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ

গুরুদাসপুর উপজেলা  প্রতিনিধি

বুধবার বিকেল ৪ টার সময় এ্যাড সাইফুল ইসলাম আলিফ কে কুপিয়ে শহীদ করা মসজিদ ভাঙচুর কুরআন শরীফ পোড়ানো ও ভারতে বাংলাদেশ হাই কমিশনারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল চাঁচকৈড়বাজার মরহুম আমজাদ শেখ সিটি গেটে অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন হেফজতে ইসলাম বাংলাদেশ, গুরুদাসপুর উপজেলা শাখা, উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, মাওঃ মোঃ আজগর আলী সাহেব, সভাপতি আহলে সুন্নাত ওরাল জামাত পরিষদ, এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, মাওঃ মুফতি আব্দুল আহাদ সাহেব, সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ, মাওঃ মাহাদী হাসান, প্রচার সম্পাদক প্রচার সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ, মাওঃ জামিল আহমাদ, সহ-সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাটোর জেলা শাখা, মাওঃ ইয়াসিন নোমানী, নেতা হেফাজতে ইসলাম বাংলাদেশ গুরুদাসপুর উপজেলা শাখা,মাওঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মোখলেসুর রহমান বাচ্চু, সহ সাংগঠনিক সম্পাদক, নাটোর জেলা ও সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিস, গুরুদাসপুর উপজেলা শাখা, মাওঃ ফরিদুল ইসলাম, নেতা হেফাজতে ইসলাম বাংলাদেশ, গুরুদাসপুর উপজেলা শাখা, মাওঃ আলমগীর হোসেন, সহ-সংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস, নাটোর জেলা, এছাড়াও আলেম-ওলামারা বক্তব্য রাখেন। চট্টগ্রামে এ্যাড সাইফুল ইসলাম আলিফকে , ইসকন নিশংসভাবে হত্যা করেছে তাদের প্রভু চৈতন্য মহা প্রভু গ্রেপ্তার হওয়ার পর থেকে, ভারত সরকারের মদদ পিষ্ট ইসকন ও সনাতন ধর্মের হিন্দুরা মানুষের বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন এলাকায় ভাঙচুর এবং অস্থিতিশীল করার যে পায়তারা করছে, এর জন্য সকল মুসলমানদের রুখে দাঁড়াতে হবে কোন বিধর্মীকে এই দেশে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। ভারতে মসজিদে ভাঙচুর , এবং আমাদের পবিত্র কোরআন শরীফ পোড়ার মত সাহস দেখিয়েছে জংলি সংগঠন ইসকন, তারা তাতেই ক্ষান্ত হয়নি ভারতে বাংলাদেশের হাই কমিশনারের উপর হামলা করেছে এই জংলি সংগঠন ইসকন , তাই আমাদের দাবি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুসের কাছে এই জংলি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ, এবং সঙ্গে ইসকনের প্রভু চৈতন্য মহা প্রভুর ফাঁশি দাবি করেন হেফাজতে ইসলামের নেতাকর্মী, সহ সকল ইসলামী তৌহিদী জনতা, বক্তব্য শেষে এক বিক্ষোভ মিছিল চাঁচকৈড় বাজার প্রতিক্ষণ করে মরহুম আমজাদ শেখ স্মৃতি গেটে এসে শেষ হয় ও এ্যাড সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।