যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বটতলার পাকা রাস্তার উপর উপর অভিযান চালিয়ে ভারতীয় সুপার ভাইডালিসতা (Super Vidalista) নামক ৯ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট মালিক বিহীন অবস্থায় উদ্ধার করেছে বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে ৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের বিশেষ টহলদলের সদস্যরা উক্ত যৌন উত্তেজক ট্যাবলেটের চালানটি আটক করে। যার সিজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার হাজার টাকা।
বিজিবি জানায়,গোপন সংবাদ আসে চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেটের একটি চালান এনে বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করেছে।খবর পেয়ে বেনাপোল বিওপির হাবিলদার মামুনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল বড় আঁচড়ার বটতলা পাকা রাস্তার উপর উপর অভিযান চালিয়ে ভারতীয় সুপার ভাইডালিসতা (Super Vidalista) নামক যৌন উত্তেজক ট্যাবলেটের চালান উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যান।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী যৌন উত্তেজক ট্যাবলেটের একটি চালান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চালানটি বাজেয়াপ্ত করার জন্য ব্যাটালিয়নে জমা করা হয়েছে।