বিশ্ব সফরের অংশ হিসেবে তিন দিনের জন্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। রোববার (৬ আগস্ট) রাতে ট্রফিটি বাংলাদেশে আসে। ৭ থেকে ৯ আগস্ট এটি থাকবে বাংলাদেশে। এরপর ১০ আগস্ট কুয়েতে যাবে বিশ্বকাপের শিরোপাটি।
আজ সোমবার (৭ আগস্ট) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সার্ভিস এরিয়াতে আনুষ্ঠানিক ফটোশ্যুট হবে বিশ্বকাপের ট্রফির। দুপুর ৩টায় হবে এই ফটোসেশন পর্ব।
এরপর ট্রফি আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। হোম অফ ক্রিকেটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাখা হবে ট্রফিটি । সেখানে জাতীয় নারী এবং পুরুষ দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা সুযোগ পাবেন ট্রফিটি কাছ থেকে দেখার।
সর্বসাধারনের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী ৯ আগস্ট বুধবার। স্থান, পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শণ করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ অক্টোবর ভারতে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবার বিশ্ব ভ্রমণে বেশি দেশ ঘুরছে বিশ্বকাপ ট্রফিটি। স্বাগতিক ভারত থেকে যাত্রা শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা ঘুরে বাংলাদেশে এসেছে ট্রফিটি।
এমএইচএফ