দলীয় সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় আট নেতাকর্মীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
বৃহস্পতিবার (১ জুন) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ নোটিশ জারি করা হয়।
শোকজ পাওয়া নেতারা হলেন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আশফাকুর রহমান কাকন, ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব কায়সার, ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুল কবীর টিটো, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শমসের আলী মিন্টু, ৩০ নম্বর ওয়ার্ডেও প্রার্থী ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ আমান, ১৪ নম্বর ওয়ার্ডেও প্রার্থী সাবেক ছাত্রদল নেতা এ কে এম মোসফেকুস সালেহীন ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক মাজেদা খাতুন।
এর মধ্যে শমসের আলী মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দলের সিদ্ধান্ত মেনে তিনি উচ্চ আদালতে আপিল করেননি। ওই ৮ নেতা জানিয়েছেন, দলের পক্ষ থেকে শোকজ করা হবে, এটা তারা জানতেন। তবে শোকজের চিঠি এখনও তারা হাতে পাননি।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা জানান, ওই ৮ নেতাকে শোকজের চিঠির একটি অনুলিপি তাঁকে পাঠানো হয়েছে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি।