বাংলার প্রান্তিক বাউল শিল্পীগোষ্ঠী, ফরিদপুর এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত 

বাংলার প্রান্তিক বাউল শিল্পীগোষ্ঠী, ফরিদপুর এর উদ্যোগে ‌ আজ রোববার বিকেলে ‌ ফরিদপুর  প্রেস  ক্লাবের সামনে ‌‌ এক মানব বন্ধন   অনুষ্ঠিত হয়। গত ২৬ জুন ‌ কুষ্টিয়া সদর উপজেলার কাটমারি গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক  মহাত্মা লালন ফকিরের অনুসারী চায়না বেগমের  ঘর ভেঙ্গে হত্যার হুমকির প্রতিবাদে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর বাউল সঙ্গের সভাপতি  নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে  এবং  সংগঠনে সাধারণ সম্পাদক ‌ অরুন কুমার শীল এর পরিচালনায় ‌ বক্তব্য রাখেন ‌ সংগঠনের উপদেষ্টা ‌ কবি জাহাঙ্গীর খান, ডঃ বিপ্লব বালা, বীর মুক্তিযোদ্ধা ‌ও বাউল শিল্পী পাগলা বাবলু খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব, কমরেড রফিকুজ্জামান নায়েক, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক  বাউল বাবুল খান, অনুষ্ঠানে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন বাউল আব্দুল আউয়াল , বাউল  ভগিরথ মালো , বলরাম সরকার , আবুল হোসেন বয়াতি  প্রমূখ।
সভায় বক্তারা ‌ উপরোক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন । এবং অবিলম্বে ‌ উক্ত ঘটনার সাথে জড়িত ‌ দুষ্কৃতিকারীদের ‌ গ্রেফতার করে ‌ আইনের আওতায় আনার দাবি জানান।