বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ নিয়ে যা জানাল আদানি

ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের মাধ্যমে বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যুৎ দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সর্বোচ্চ ৭৬৯ দশমিক ৭৬ মেগাওয়াট ও এর আগের দিন গতকাল বুধবার গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে আদানি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চাহিদামতো আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

আজ আদানি পাওয়ারের স্থানীয় প্রতিনিধিরা এক বিবৃতিতে দিয়ে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে গত ১৩ আগস্ট আদানির এক ইউনিট বন্ধ হয়ে যায়। এরপর বিপিডিবি ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কোম্পানিটি।

আদানি অপ্রত্যাশিত এমন কারিগরি ত্রুটির জন্য দুখঃপ্রকাশ করছে।

তারা বলেন, ‘আদানির মতো যেকোনো দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাওয়ার প্ল্যান্ট চালানোর ক্ষেত্রে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। আশা করি শিগগিরই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে ফিরতে পারব।’

এদিকে, সম্প্রতি ভারতে জ্বালানি আইনের সংশোধন দুই দেশের মধ্যে বিদ্যুৎ সরবরাহে চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে আদানি প্রতিশ্রুতিবদ্ধ।