পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় গুমোট পরিবেশ বিরাজ করছে। ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ।
এদিকে নিম্নচাপের কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সমুদ্রের ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালী পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। তবে নদী ও সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলমান থাকায় অধিকাংশ মাছধরা ট্রলার তীরে রয়েছে বলে জানিয়েছে মৎস্য অফিস।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছধরা বন্ধে অবরোধ সফল করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। তাই গভীরে অবস্থানরত মাছধরা ট্রলার আগে থেকেই তীরে রয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জানান, উপকূলে গুমোট পরিবেশ বিরাজ করলেও আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে। এ ঘূর্ণিঝড়টি নিম্নচাপে রপ নিলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।