বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :দুই মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে পৌনে বেলা ১১ টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা পোস্ট অফিস বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ করেন হামিদ ফ্যাশন লিমিটেড নামে রফতানিমুখী পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক।এতে সড়কটির উভয় পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন পরিবহনের চালক ও যাত্রীরা।

খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে মালিকপক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের আশ্বাসের কথা জানালে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। এরপরই শুরু হয় সড়কে যান চলাচল।হামিদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা জানান, মালিকপক্ষ গত দুই মাস যাবত তাদের বেতন দিচ্ছে না। বৃহস্পতিবার বকেয়া বেতন দেয়ার কথা থাকলে সকাল সাড়ে সাতটার দিকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে। এরপর তাদের জানানো হয় মালিক কর্তৃপক্ষ বেতন দিবে না। এতে ক্ষুব্ধ হয়ে তারা সকাল ৮ টার দিকে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। পরে বেলা পৌনে ১১ টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।তিনি আরও জানান, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিকপক্ষের সাথে তারা আলোচনায় বসেন। শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবি পেশ করেন। তাদের দাবির প্রেক্ষিতে মালিকপক্ষ চলতি মাসের ২৬ তারিখে সকল বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দেন।