ফুলে ফুলে ছেয়ে গেছে নারায়ণগঞ্জের বন্দর

আহসানুল হাবিব সোহাগ, নারায়ণগঞ্জ : ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ফুল সৌন্দর্য ও বিশুদ্ধতার প্রতীক তাই মানুষ ফুল ভালোবসে। শহরের মানুষদের ফুলের দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফুলের ঘ্রাণ ও ফুলের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়। তাদের কাছে ক্ষেত ভর্তি ফুল দেখাটা যেনো স্বপ্নের মতো। নারায়ণগঞ্জ শহরের অদূরে অবস্থিত বন্দরের সাবদি গ্রামটি বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে। ঢাকা থেকে অল্প খরচে এসেই এখানে দেখা মিলবে নানা রকমের ফুলের বাগান। শুধু বন্দরের সাবদিতে নয় এবছর ফুলের ব্যাপক চাষ হয়েছে বন্দর লক্ষ্মণখোলা এলাকার শীতলক্ষ্যা পাড়েও।

 

জেলার বন্দর উপজেলায় সাবদি, দিঘলদী গ্রামের অবস্থান। গ্রামগুলোর পাশ ঘেঁষে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। নদের পশ্চিম ধারে সারি সারি কাঠমালতির বাগান। বর্তমানে ফুল চাষের জন্য বহুল পরিচিত নারায়ণগঞ্জের এই সাবদি গ্রামটি। এখানে শীতের সময় সরিষা চাষ করা হয়। সরিষা মানেই হলুদের সমারোহ। ভ্রমণপ্রিয় এবং ছবি তুলতে পছন্দ করা মানুষদের জন্য সাবদি খুবই সুন্দর একটি জায়গা। শীতকালে এখানে সরিষা চাষ করা হলেও ফেব্রুয়ারির দিকে চাষ করা হয় নানা রকমের ফুল। রঙবেরঙের ফুলে ছেয়ে যায় ক্ষেতগুলো। সাবদি গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে গেলে দেখা যায় গ্রামের বাড়ির আঙিনা ও রাস্তার পাশ ঘেঁষে টগরফুলের গাছ। গ্রামটির কয়েক বর্গমাইল এলাকা জুড়ে কাঠমালতি, গাঁদা, ডালিয়া ও জিপসি ফুল চাষ করতে দেখা যায়। এতফুল একসাথে দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে।

 

মহিলারা সাংসারিক সুখ-দুঃখের আলাপচারিতার মাঝে ডালা ভরে ফুল তুলে যার যার বাড়িতে ফিরে আসে। কাঠমালতির ফুল দিয়ে ‘গাজরা’ ও ফুল দিয়ে মালা বানাতে ব্যস্ত হয়ে পড়ে সাবদির মহিলারা। শুক্রবারে বেশি ভীড় জমে এখানে। তখন ছোট ছোট ছেলেমেয়েদের ফুলের মালা বিক্রি করতে দেখা যায়।

 

সাবদির উৎপাদনকৃত ফুল রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সব প্রান্তের চাহিদা পূরণ করে থাকে। বিভিন্ন অনুষ্ঠানের সময় চাষীদের ব্যস্ততা খুব বেড়ে যায়। বিশেষ করে এই ফেব্রুয়ারিতে একাধারে কয়েকটি দিবস পালিত হয়। ভালোবাসা দিবস, ফাল্গুন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাসেই। তাই এ সময় চাষীরা ফুল বিক্রি করে বেশ লাভবান হন। ফুল চাষী রাজ্জাক মিয়ার সাথে কথা বললে তিনি জানান, ডেমরার জুটমিলের চাকরি চলে যাওয়ার পর তিনি ঢাকায় ফেরি করে ফুলের ব্যবসা শুরু করেন। তিনি আরোও জানান, রবিশস্য চাষ করে যা পান তার থেকে আট-দশ গুণ বেশি লাভবান হচ্ছেন ফুল চাষ করে। এ কারণে অনেকেই বাপ-দাদার আদিম চাষ পরিবর্তন করে ফুল চাষের প্রতি ঝুঁকেছেন।

 

ফুল চাষী জাহাঙ্গীর হোসেন জানান, কাঠবেলী ফুলের চাষ বেশি হয় এখানে। কারণ বিভিন্ন অনুষ্ঠানে ও ভালোবাসা দিবসে এর চাহিদা থাকে। আর এ কারণে ফুল চাষের প্রতি চাষীদের আগ্রহ বেশি। গ্ল্যাডিওলাস ফুল এক বিঘা জমিতে চাষ করা হলে প্রায় আট হাজার স্টিক পাওয়া যায়। এছাড়াও এখানে ডালিয়া, জিপসি, আলমেন্ডা, গাঁদা ও রজনীগন্ধা ফুলের চাষ করা হয়। ফুল চাষ করে গ্রামের চিএই পাল্টে গেছে। এ গ্রামের পুরুষদের পাশাপাশি নারীরাও স্বাবলম্বী হয়ে উঠেছে।