দিনাজপুরের ফুলবাড়ীতে চাল বহনকারি পণ্যবাহী ট্রাক তল্লাশী চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ বহণকারী ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।
এ সময় শ্রী মিলন চন্দ্র (২৪) ও মো. মাসুদ রানা (১৯) নামের দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শ্রী মিলন চন্দ্র দিনাজপুর কোতয়ালী থানার পাতলশা সরকারপাড়া গ্রামের শ্রী গনেশ চন্দ্রের ছেলে এবং মো. মাসুদ রানা দিনাজপুর কোতয়ালী থানার বড়াইপুর (মোল্লাপাড়া) গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওইদিন বিকেল তিন টার দিকে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা (ঢাকা-মেট্রো-ট-১৬-০৪১৭) নম্বরের চাল বোঝাই ট্রাক আসলে ট্রাকটি আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় ট্রাকের সামনের কেবিনের উপরে ছাউনিতে বিশেষ কায়দায় রাখা একটি ট্রেচারে কালো বড় ব্যাগ ও একটি অফিসিয়াল (ছোট) কালো ব্যাগ পলিথিন দ্বারা ঢেকে রাখা অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো তল্লাশী করে বড় ট্রেচার কালো ব্যাগের ভিতর থেকে ১৩৫ বোতল ও কালো অফিসিয়াল (ছোট) ব্যাগের ভিতরে ৬৪ বোতল মোট ১৯৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি শ্রী মিলন চন্দ্র (২৪) ও মো. মাসুদ রানাকে (১৯) গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক পাচারকারী। ফেন্সিডিলগুলো গাজীপুরে বিক্রির জন্য বহন করা হচ্ছিল। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।