পূবাইলে রিমান্ডে এনে দস্যুতা মামলার আলামত আইফোন উদ্ধার

গাজীপুরের পূবাইল থানা পুলিশ দস্যুতা মামলার রিমান্ডে থাকা দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করে লুণ্ঠিত একটি iPhone 8 Plus ও OnePlus ইয়ারপোড উদ্ধার করেছে। মামলা নং-১৪(০৪)২৫, ধারা-৩৯২ পেনাল কোড ১৮৬০-এর তদন্তে কুমিল্লা ও গাজীপুর থেকে গ্রেফতার করা হয় আফসার হোসেন বাবু (৩৫) ও আব্দুর রহিম রানা (৩৭) নামের দুই আসামিকে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, লুণ্ঠিত আইফোনটি বাবুর টঙ্গীর ভাড়া বাসায় রয়েছে। পরে ২৫ জুন পুলিশ টঙ্গী পূর্বের গাজীবাড়ী এলাকা থেকে মোবাইলটি এবং ইয়ারপোড উদ্ধার করে। পুলিশ জানায়, রিমান্ড শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।