পূবাইলে মাদক বিক্রয়, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও যৌন হয়রানির প্রতিবাদে শের আলীর বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

গাজীপুর মহানগরীর পূবাইলে মাদক বিক্রয়, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও যৌন হয়রানির প্রতিবাদে এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার সকালে নগরীর ৪২ নং তালটিয়া ফলাইয়ার টেক এলাকায় শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জানায় এলাকার স্থানীয় প্রভাবশালী শের আলী নামে জনৈক ব্যাক্তি এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে জুয়া, সন্ত্রাসী কার্যক্রম, যৌন হয়রানি ও চাদাবাজির মত অপরাধ করে যাচ্ছে৷ যার ফলে দিশেহারা হয়ে পরেছে এলাকাবাসী, ভুক্তভোগী পরিবারগুলো বলছে নানান সময়ে পুলিশের ভয় দেখিয়ে সাধারণ জনগনের কাছ থেকে আদায় করছে মোটা অংকের অর্থ। এলাকাবাসী দাবি করছে বার বার স্থানীয় পূবাইল থানায় অভিযোগ করা হলেও কোন উপকার পায়নি তারা, তাই বিচারের আশায় রাস্তায় দাড়াতে হয়েছে তাদের। পূবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমি জিরো ট্রলারেন্স ঘোষনা করেছি, শের আলীর বিরুদ্ধে ও অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।