গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান পশ্চিম পাড়া ১৪তলা ফাল্গুনী টাওয়ার এর ২য় তলা একটি বন্ধ ঘর থেকে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ।নিহত স্কুল শিক্ষিকা ঢাকা জেলার রায়পুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়াল এর মেয়ে সাহানা বেগম (৫৮)।থানা সূত্রে জানা যায়, স্কুল শিক্ষিকা একা ভাড়া বাসায় থেকে কালীগঞ্জ একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন ।গত তিন দিন শিক্ষিকার ঘর বন্ধ পেয়ে পাশের ফ্লাটের লোকজন থানায় ফোন দিয় ।পরে পুলিশ গিয়ে জানালা দিয়ে দেখে খাটের উপর তার অর্ধগলিত মরদেহ পরে আছে ,পরে পুলিশ দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের মেয়ে জানান,আমার মা দীর্ঘ চার বছর একা ভাড়া বাসায় থেকে স্কুলে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করতেন।আমার মা হার্টের রোগী ছিলেন ।পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হাসান বলেন , আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি, প্রাথমিক ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছে।এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে