পূবাইলে কারখানার কাজে বাধা, চাঁদাবাজির অভিযোগ

গাজীপুর মহানগরের পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি এলাকায় একটি নবনির্মিত প্লাস্টিক কারখানায় হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ফ্যাক্টরি’র ইঞ্জিনিয়ার মামলার বাদী ফিরোজ জানান, লতা হারবাল প্রতিষ্ঠানটি সম্প্রতি মেঘডুবি বড়বাড়ী এলাকায় প্লাস্টিক কারখানার নির্মাণ কাজ শুরু করে।

অভিযোগে বলা হয়, ওই এলাকার বাসিন্দা নাঈম (৩২), আব্দুল মান্নান (৬০) ও রানু বেগম (৫৫)সহ অজ্ঞাতনামা ৭-৮ জন দলবদ্ধ হয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে। তারা নির্মাণ কাজে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এসময় তারা প্রতিষ্ঠানটির মালিকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া গাড়ির ভেতরে থাকা ৫ লাখ ৪০ হাজার টাকা শ্রমিকদের বেতন বাবদ নগদ অর্থ তুলে নেয়া হয়।
অভিযোগকারী ফিরোজ আরও দাবি করেন, বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে কারখানার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম বলেন,এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে