পারকি সমুদ্র সৈকতে অভিযান, ৪ হাজার টাকা জরিমানা

পারকি সমুদ্র সৈকতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ যানবাহনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সৈকতে বেপরোয়া যানবাহন চালানোর দায়ে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিন এ অভিযান পরিচালনা করেন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিন জানান, পারকি সৈকতের বালু চরে যানবাহন চালানোর ব্যাপারে বার বার নিষেধ করা সত্ত্বেও তা না মানায় গতকাল দুপুরে সৈকতের বালু চরে অভিযান চালিয়ে ৩ টি মোটর সাইকেল ও ১ টি কারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।