মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের দাসকান্দি থেকে নয়াকান্দি পর্যন্ত এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গন প্রতিরোধ ও দ্রুত স্থায়ী প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “নদী ভাঙ্গন ঠেকাও, পাটুরিয়া লঞ্চঘাট, ফেরীঘাট ও এলাকাবাসীকে বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে ২৮-০১-২০২৬ ইং বুধবার সকাল ১০টায় পাটুরিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে আরুয়া ইউনিয়ন এলাকাবাসী, শিবালয়, মানিকগঞ্জ। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে দাসকান্দি থেকে নয়াকান্দি পর্যন্ত পদ্মা নদীর তীব্র ভাঙ্গনের ফলে শত শত পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদী ভাঙ্গনের কারণে হুমকির মুখে রয়েছে গুরুত্বপূর্ণ পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরীঘাটসহ আশপাশের জনপদ।
বক্তারা বলেন, নদী ভাঙ্গন অব্যাহত থাকলে যে কোনো সময় লঞ্চঘাট ও ফেরীঘাট ক্ষতিগ্রস্ত হতে পারে, যা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলবে। তাই জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণ, জিও ব্যাগ ফেলা ও টেকসই নদী শাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা আরও বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এলাকাবাসীর দাবি, দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হাজারো পরিবার বাস্তুচ্যুত হবে এবং পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরীঘাটের অস্তিত্ব চরম হুমকির মুখে পড়বে।