বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য না হলে ভোটের ফলাফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আমরা আন্দোলন করব, আদালতের দ্বারস্থ হব।
সোমবার (১২ জুন) সকালে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে এ বক্তব্য দেন তিনি। ইসলামী আন্দোলনের এ মেয়রপ্রার্থী সকাল সোয়া ৮ টা ১০ মিনিটে বরিশাল নগরের রূপাতলী হাউজিংয়ের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট দেন।
মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, শতভাগ নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই তার কথার প্রতি আস্থা রেখে আমরা অংশ নিয়েছি। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে।
তিনি আরও বলেন, আমি প্রশাসনকে বলবো, ভোটাররা যে বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন। তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন। কোনো অবস্থাতেই যেন ভোটের রেজাল্ট কারচুপি না করা হয়।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে হাতপাখার প্রার্থী বলেন, ‘ভোট যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ আর গ্রহণযোগ্য হয়, তাহলে যা হয় আমরা সেটাই মেনে নেব। সব কেন্দ্রে আমাদের এজেন্ট আছে। মানুষ ভোট দিতে পারলে আমি আশা করি সর্বোচ্চ ভোট পেয়ে জয় পাবো।’
এদিকে সকাল ৮ টায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস গোরস্তান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ আলিম মাদ্রাসা কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া সকাল সাড়ে ৮ টায় টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী কামরুল আহসান রুপন কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সকাল ১০ টায় বাংলাদেশে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নগরের কালিবাড়িরোডস্থ সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে তাদের ভোট দিবেন।
এছাড়া জাকেরপার্টির গোলাপফুল প্রতীকের মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, হরিণ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান বরিশাল নগরের সদররোডের সিটি কলেজ কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)।
এবার বরিশাল সিটি নির্বাচনে ভোটার সংখ্যা দুই লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। সিটি নির্বাচনে এবার নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৩৬ হাজার ৯২৪ জন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার হাজার ৪০০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে দুই হাজার ৩০০ জন পুলিশ। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এমএফ