ময়মনসিংহের নান্দাইলে মাতৃছায়া বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের মাতৃছায়া বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেন তিনি।এসময় বৃদ্ধাশ্রমের অসহায়,নিপিড়িত বৃদ্ধ- বৃদ্ধাদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শাড়ি কাপড়,চাল ও ডাল বিতরণ করা হয়।
পরে তিনি বৃদ্ধাশ্রমের ১৬ জন অসহায়, দুস্হ্য ও অসুস্থ্য বৃদ্ধ-বৃদ্ধাদের সাথে বেশকিছু সময় কাটান ও তাদের সার্বিক খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন,জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মতিউর রহমান,অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান রানা,ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকার, আনোয়ারুল হক,স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম খান শামিম,এহসানুল হক আনোয়ার প্রমুখ।
বৃদ্ধাশ্রমে এহতেশামুল আলম ২১টি শাড়ি,৬০ কেজি চাল,মোস্তাফিজুর রহমান রানা ২০ টি শাড়ি, ১০০কেজি চাল,২৫ কেজি ডাল এবং ডাঃ মতিউর রহমান ৭ হাজার টাকা বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলামের হাতে তুলে দেন।