ধান রোপণের সময় বজ্রপাতে ভাগনের মৃত্যু, আহত মামা

দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টিতে ভিজে জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে বিধান চন্দ্র রায় (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।  এতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন উৎপল চন্দ্র রায় (৩৫) নামের আরেক কৃষক।

সোমবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের গাইবান্ধা পাড়া এলাকায় এঘটনাটি ঘটে।

নিহত বিধান চন্দ্র রায় লক্ষ্মীপুর গ্রামের মৃত পবিত্র চন্দ্র রায়ের ছেলে এবং আহত উৎপল চন্দ্র রায় একই গ্রামের সচিন চন্দ্র রায়ের ছেলে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক বজ্রপাতে কৃষকের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

আহত উৎপল চন্দ্র রায় ও স্থানীয়রা জানান, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।  সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ১১ জন কৃষক লক্ষ্মীপুর গাইবান্ধাপাড়া গ্রামে একটি ফসলি জমিতে ধানের চারা রোপণের কাজে যান।  রোপণের সময় তিনি এবং তার ভাগ্নে বিধান চন্দ্র রায় পেছনের সাড়িতে ধান রোপণ করছিলেন।  এমন সময় হঠাৎ বজ্রপাত ঘটে।  এতে উৎপল চন্দ্র রায় ও বিধান চন্দ্র রায় দুজনে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বিধান চন্দ্র রায়ের মৃত্যু হয় এবং আহত উৎপল চন্দ্র রায়কে তার সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।