দোহারে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারের বেদি এবং আশপাশের সড়ক আলপনায় রাঙিয়ে তুলতে ব্যস্ত শিক্ষার্থীরা। রং-তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তুলছেন একুশের আবহ, স্মরণ করছেন ভাষা শহীদদের আত্মত্যাগ। প্রথম প্রহরে সকল ধর্মের মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় জমাবেন শহীদ মিনারে। শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, ঢাকার দোহারসহ দেশের বিভিন্ন স্থানের শহীদ মিনারেও মানুষের ঢল নামবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ সেখানে সমবেত হবেন। যদিও দিবসটিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।  শহীদ মিনার এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়পাড়া কলেজ রোভার স্কাউট গ্রুপ শহীদ মিনার প্রাঙ্গণকে সাজিয়ে তুলতে ব্যস্ত। তাদের রং-তুলির ছোঁয়ায় শহীদ মিনার এলাকা হয়ে উঠেছে বর্ণিল ও শৈল্পিক, যা একুশের চেতনার প্রতিচ্ছবি হয়ে উঠছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশে প্রস্তুত পুরো জাতি।