দোহারে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক, ৭ দিনের কারাদণ্ড

দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামের শাকিল ইয়াবাসহ হাতেনাতে আটক হয়েছেন। স্থানীয় যুবসমাজ তাকে বালুরচর এলাকা থেকে হাতেনাতে ধরে ফুলতলা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। সে নিজেকে মুকসুদপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য এবং দোহার উপজেলা প্রেসক্লাব নামে একটি কথিত বানোয়াট ও ভুয়া সংগঠনের দপ্তর সম্পাদক বলে পরিচয় দিয়ে আসছিলো। বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তির সাথে ছবি তুলে, সেগুলো ব্যবহার করে অপকর্ম চালিয়ে আসছিলো। এছাড়াও, আরেকটি বিতর্কিত মানবাধিকার সংগঠন এর নির্বাহী সদস্য বলে নিজেকে পরিচয় দিতো।

স্থানীয়দের অভিযোগ, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান, গাঁজা ও ইয়াবা বিক্রিসহ নানা অপরাধে জড়িত। এলাকাবাসীর কাছে সে ‘ইয়াবা শাকিল’ নামে পরিচিত। এছাড়া, সে দোহার উপজেলার একটি ভূঁইফোঁড় সংগঠন ‘দোহার উপজেলা প্রেসক্লাব’-এর দপ্তর সম্পাদক পরিচয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং ঘুরে বেড়ায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শাকিলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

এ বিষয়ে ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানিয়া তাবাসসুম বলেন, “সাজাপ্রাপ্ত শাকিলকে তার পরিবারের মাধ্যমে আরও কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সে বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে। দোহারে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।” এই ব্যাপারে মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান কমিটি বিলুপ্ত হয়েছে। এর আগে সে সাধারণ সদস্য ছিলো বলে জেনেছি। এই ব্যাপারে খন্দকার আবু আশফাক ভাই এর সুস্পষ্ট নির্দেশনা মাদকের সাথে সংশ্লিষ্ট কেই কোন প্রকার অনুকম্পা পাবে না, প্রশ্রয় পাবে না। উপরন্তু আইনী পদক্ষেপ নেয়া হবে। ফুলতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল আলম বলেন, “শাকিলকে মাদকসহ আটক করে আদালতের মাধ্যমে ৭ দিনের সাজা ও ৫০০ টাকা জরিমানা দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল নিজেকে বিএনপির স্থানীয় এক নেতার অনুসারী দাবি করে এলাকায় প্রভাব খাটাতেন এবং নিয়মিত সাধারণ মানুষকে হুমকি-ধামকিও দিতেন। তার বিরুদ্ধে মামলা বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, “আমরা মাদকমুক্ত সমাজ চাই। তাই এলাকাবাসী মিলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়েছি।”