দেশব্যাপি নারী নিপীড়নের প্রতিবাদে বেনাপোল কলেজ ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলার শার্শা উপজেলার “বেনাপোল ডিগ্রি কলেজ” ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করে। সোমবার(১০ মার্চ) বেলা ১১টার দিকে বেনাপোল ডিগ্রি কলেজ সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের আহবায়ক আলিফ। এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শার্শা উপজেলা ছাত্রদল আহবায়ক শরিফুল ইসলাম চয়ন এবং বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক আরিফুল ইসলাম আরিফ। বিশেষ অতিথি হিসেবে ঊপস্থিত ছিলেন ঐ কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি। মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি- রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক- নাছির উদ্দীন নাছির রবিবার এ কর্মসূচি ঘোষণা করেন।