খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।
বুধবার (৩১ মে) সকাল বিকেলে সেনা জোন সদরে এসব অনুদান বিতরণ করেন ৪ইবি দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ, পিএসসি।
বৃদ্ধ মায়ের জন্য হুইল চেয়ার পেয়ে বেতছড়ি এলাকার হামিদা বেগম বলেন, আমার মা অনেকদিন থেকে শয্যাশায়ী। অর্থের অভাবে একটি হুইল চেয়ার কিনতে পারিনি। সেনাবাহিনী মায়ের জন্য একটি হুইল চেয়ার দিয়েছেন। এখন আমার মায়ের অনেক কষ্ট কমবে।
স্বামীর জন্য চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ পেয়ে রিকা চাকমা খুশি বলেন, আমার স্বামী দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে পাড়ছি না। সেনাবাহিনী পক্ষ থেকে সহায়তা পেয়েছি এখন চিকিৎসা করাবো।
অনুদান পেয়ে একই সুরে কথা বলেন হাফেজ মো. শরিফুল, রিসেট চাকমা, মর্জিনা বেগম, মোছাম্মত তাহমিনা বেগম ও জরিনা বেগম।
অনুদান বিতরণ শেষে দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ বলেন, দীঘিনালা সেনা জোন পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি স্থানীয় অসহায় ও দুস্থ জনসাধারণের শারীরিক অসুস্থতা ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী অতীতের ন্যায় আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, পিএসসি, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান।