ডোমারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের SOD এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্মসচিব আব্দুল্লাহ আল মামুন।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা প্রমূখ।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরসহ বিভিন্ন পেশার ৫০জন অংশ নেন।