গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকার মাজুখান থেকে দুর্ধর্ষ মাদকসম্রাট ও চিহ্নিত একাধিক মামলার পলাতক আসামি সুজনকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। ওই সময় তার সাথে থাকা আরও দুইজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।অন্য কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে। রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার ৩৯নং ওয়ার্ডের নিমতলা ব্রীজের ঢাল থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় দলের কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে। মাদকসম্রাট সূজন মিয়া অপ্রতিরোধ্যভাবে পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের মাজুখান এলাকায় মাদককারবারি ও কুখ্যাত মাদকসম্রাট হিসাবে পরিচিত।সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বিক্রিসহ যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখছে প্রকাশ্যভাবে। তার ভয়ে কেউ টু শব্দটি করার সাহস পায়না।এমনই অভিযোগ এলাকাবাসীর।সূজনকে গ্রেফতার করার খবরে পূবাইলের মাজুখান এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতার সূজন মিয়া পূবাইল থানার মাজুখান এলাকার মৃত রহম আলীর ছেলে। অন্যরা হলেন শিপন মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার কদমতলী গ্রামের হারুন মিয়ার ছেলে ও মাসুম মিয়া পূবাইল থানার মাজুখান উত্তর পাড়ার হযরত আলীর ছেলে। পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম দৈনিক দেশ বর্তমানকে জানান আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।