ঠাকুরগাঁওয়ে দশ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন দিলেন আ.লীগ নেতা

সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের ২০ কিলোমিটারব্যাপী বিশাল উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজনের আহ্বানে বিশাল এই শোভাযাত্রায় ১০ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো.দবিরুল ইসলাম।

শোভাযাত্রাটি বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ব্যানার-ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও বিএনপি-জামায়াতের হরতাল-অরোধের নামে নাশকতার চিত্র তুলে ধরা হয় এবং বিএনপি-জামায়াতকে বয়কটের আহ্বান জানানো হয়।

মাজহারুল ইসলাম সুজন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আর আলহাজ্ব মো. দবিরুল ইসলামের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও-২ আসন। আজকে শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। এটা দেখেই বোঝা যায় জনগণ জননেত্রী শেখ হাসিনা ও উন্নয়নের সঙ্গে আছে। তারা বিএনপি-জামায়াতের সঙ্গে নেই।