টুঙ্গিপাড়া বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল হক শেখের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল হক শেখ এর বাড়ীতে ২২ রমজান রোজ রবিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলের আয়োজন ছিল মুসলিম সমাজের এক ঐতিহ্যবাহী ইফতার পার্টি, যেখানে একত্রিত হয়েছিলেন দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় রোজাদার ব্যক্তিরা।

ইফতার মাহফিলে গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ এডভোকেট কাজী আবুল খায়ের, মোহাম্মদ নাসির শেখ, যুগ্ম আহবায়ক, টুংগীপাড়া উপজেলা বিএনপি!
রাজু খান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক! এডভোকেট পেয়াল, ডাঃ আবু জাফর, টুংগীপাড়া পৌর যুবদলের আহ্বায়ক। তুহিন শেখ, টুংগীপাড়া পৌর যুবদল, সাইফুল ইসলাম, এডভোকেট আবুল খায়ের বিএনপির যুগ্ম আহবায়ক কুশলি ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির ফকির, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সহ দুই শতাধিক রোজাদার ব্যক্তি অংশগ্রহণ করেন।

মাহফিলে অংশগ্রহণকারীরা সবাই মিলিত হয়ে রোজা রাখার পর ইফতার করেন এবং ইফতারের পূর্ব মুহূর্তে শামসুল হক শেখের মা বাবা,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানির মা-বাবার রুহে আত্মার মাগফেরাত কামনা করে ও খালেদা জিয়ার সুস্থতা, জিয়াউর রহমানের রূহে আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করেন। বিশেষ করে, দেশের উন্নতি ও শান্তির জন্য এবং বিএনপি’র সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, “এই মাহফিল আমাদের জন্য শুধু এক ধর্মীয় উপলক্ষই নয়, বরং একটি রাজনৈতিক সেমিনারও। সবাই মিলিত হয়ে দেশ ও দলের ভবিষ্যৎ কল্যাণের জন্য একত্রিত হয়ে কাজ করবে।”

শামসুল হক শেখ এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলটি দলীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে গণ্য হচ্ছে, যেখানে সবাই তাদের পারস্পরিক সম্পর্কের উপর জোর দিয়েছে।