টুঙ্গিপাড়ায় মধুমতী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় মধুমতি নদী থেকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। অজ্ঞাত নামা লাশের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। পরে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। থানা থেকে অজ্ঞতা নামা লাশ টি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার ওসি জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশটি নদী থেকে উদ্ধারের সময় থানা পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যবৃন্দ এবং টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম এর মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।