গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে চোর সন্দেহে দুই যুবককে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। স্থানীয় আব্দুল ফকিরের পালিত ছেলে আব্দুর রহমান ও কামাল মোল্লা ছেলে তাইজুল ইসলামকে চোর সন্দেহে গ্রামে থাকা আবুল হাসান ও আব্দুল আজিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাদেরকে ধরে রড দিয়ে পিটিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। স্থানীয়রা জানায়, নির্যাতনকারীরা ওই দুই যুবককে চুরি বা অন্য কোনো অপরাধের কথা বলার জন্য ভয় দেখিয়ে তাদের হাত-পা বেঁধে রড দিয়ে বেধড়ক মারধর করে। নির্যাতনের পর তাদেরকে গুরুতর আহত অবস্থায় উপজেলার ১০০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এলাকার মানুষ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্ত এবং বিচার দাবি করেছেন। এ বিষয় নিয়ে অভিযুক্ত আব্দুল আজিজ ও আবুল হাসান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের দেখা মেলেনি এবং মুঠোফোনে ফোন দিলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা আরও জানান, এই ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে এ ধরনের সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন