গোপালগঞ্জের টুংগীপাড়া উপজেলার বাঁশবাড়িয়া থেকে কোটালীপাড়া সড়কের তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঠিকাদারি প্রতিষ্ঠানের ফেলা রাখা পাথরের কারণে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে একাধিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে আরোহীরা গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙে গেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানটি কোনও সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই ব্যস্ত এই সড়কের উপর বড় বড় পাথরের স্তূপ ফেলে রেখেছে। ফলে বিশেষ করে রাতে চলাচলরত যানবাহনের জন্য এটি বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় কয়েকটি মোটরসাইকেল সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
একজন ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল আরোহী বলেন, “রাস্তার উপর এমনভাবে পাথর রাখা হয়েছে যে সেটা কোনওভাবেই দেখা যায় না। আমি কিছু বুঝে ওঠার আগেই ধাক্কা খেয়ে পড়ে যাই। চিকিৎসক বলেছেন হাতে ও পায়ে চিড় ধরেছে।”
এ বিষয়ে স্থানীয়দের প্রশ্ন, “একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কের উপর কিভাবে এভাবে নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়? প্রশাসনের নজরে কেন আসছে না এই বিষয়টি?”
এদিকে এলাকাবাসী দ্রুত সড়ক থেকে পাথর সরিয়ে জনদুর্ভোগ লাঘব এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ মন্তব্য দিতে রাজি হননি।