টয়লেট সংযুক্ত গোসলখানায় অজুর দোয়া পড়া যাবে কি?

 

অজু করার কিছু নিয়ম রয়েছে যা হাদিসে বর্ণিত হয়েছে । তেমনি অজু করার আগে, অজু করার সময় ও অজু করার পরে ফজিলতপূর্ণ কিছু দোয়া রয়েছে যেমন অজু শুরু করার আগে বিসমিল্লাহ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ সুন্নত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে ,আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিসমিল্লাহি ওয়াল-হামদুলিল্লাহ’ পড়ে অজু করলে যতক্ষণ অজু থাকবে, ফেরেশতাগণ তার নামে সাওয়াব লিখতে থাকবেন, যদিও সে কোন মুবাহ কাজে লিপ্ত থাকে। (তাবরানি)

আমাদের দেশে বিশেষ করে শহরাঞ্চলের বেশির ভাগ বাসা -বাড়িগুলোতে গোসলখানায় অজু করতে হয়। যেহেতু গোসলখানার সাথে টয়লেট সংযুক্ত থাকে তাই অজু করার সময় অজুর শুরুতে বিসমিল্লাহ বা অন্যান্য দোয়া পড়া নিয়ে অনেকে দ্বিধায় পড়েন ।কারণ টয়লেটে আল্লাহর নাম উচ্চারণ করা, জিকির করা বা দোয়া পড়া অপছন্দনীয় এবং আল্লাহর মর্যাদা পরিপন্থী।

এ ব্যাপারে আলেমদের ব্যাখ্যা হলো , টয়লেটের সাথে সংযুক্ত গোসলখানা যদি দুর্গন্ধমুক্ত হয়, গোসলখানার মেঝে ও দেয়াল পবিত্র হয়, কমোড যথাযথভাবে পরিস্কার করা থাকে বা ঢাকনা দেয়া থাকে, তাহলে গোসলখানায় অজু করা, অজুর শুরুতে বিসমিল্লাহসহ অন্যান্য দোয়া পড়া মাকরুহ বা অপছন্দনীয় হবে না।

আবার বিপরীতে গোসলখানা দুর্গন্ধযুক্ত হলে বা যথাযথভাবে পবিত্র ও পরিচ্ছন্ন না হলে অন্য কোনো জায়গায় অজু করা উচিত। বিকল্প জায়গার অভাবে এ রকম গোসলখানায় অজু করতে বাধ্য হলে আল্লাহর নাম উচ্চারণ করা বা দোয়া করা থেকে বিরত থাকা কর্তব্য।